Header Ads Widget

নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ | Noorani board result release, pass rate is 85.25 percent | bangla news bd 18|

 

নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত তৃতীয় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

এবার সারা দেশের মোট ১০৯২টি কেন্দ্রে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এ সমাপনী পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৩০ জন এবং পাসের হার ৮৫.২৫ শতাংশ।


প্রকাশ অনুষ্ঠানের সভাপতি কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, দেশব্যাপী তরুণ আলেমদের কাছে অনুরোধ করছি, একটি নীরব সাধনায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তা হচ্ছে প্রতিটি গ্রামে-পাড়া মহল্লায় নুরানী মাদ্রাসা, নুরানী স্কুল, নুরানী মকতব ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা। আমাদের প্রতিটি সন্তানের কাছে দ্বীন শেখাকে সহজ থেকে সহজতর করতে হবে।


পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, শিশুরা কাঁচামাটির মতো। তাদের যেভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে উঠবে। আমরা দ্বীন ধর্ম ও মাতৃভূমির ভালোবাসায় সন্তানদের গড়ে তুলি। সুনাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে নুরানী বোর্ড।

তিনি আরও বলেন, দেশব্যাপী নুরানী মাদ্রাসা ও ইসলামিক স্কুল পরিচালনার মাধ্যমে জাতিকে সুসন্তান উপহার দেওয়ার কাজটি নুরানী বোর্ড করে যাচ্ছে। আগামী দিনেও আমাদের এ ধারা চালু থাকবে।

আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া পটিয়ার মহাপরিচালক আবু তাহের কাসেমী নদভী, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মোহাম্মদ আলী, আলেম লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, বেফাকের সহ সভাপতি মুসলেহ উদ্দিন রাজু, কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী প্রমুখ।

Post a Comment

0 Comments