ধর্ষকের শাস্তি দর্শকের সামনে মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাকী সব সংস্কার পরে সবার আগে নিজেদের একসাথে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের মাথাগুলার একজনও এটা নিয়ে একটা কথাও বললো না। মেগাস্টাররাও এগুলা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করে না। ভুলে যান ! সবাইকে দরকার হয় না ! সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার এই বিষয়ে একমত হওয়া প্রয়োজন। আজ অন্যের পরিবারেরটা দেখে আপনার দুঃখ না লাগতে পারে। কিসের অপেক্ষা করছেন? নিজেরটায় কবে হবে? তাহলে এর বিরুদ্ধে সংগ্রাম এখন থেকেই প্রয়োজন। ধর্ষকের শাস্তি দর্শকের সামনে মৃত্যুদণ্ড হওয়া উচিত।
ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করা ২০২৫ এ এসেও এতো জটিল কেন আমার মাথাতেই ঢুকে না।
তুমি কে?আমি কে? আছিয়া, আছিয়া।
ধর্ষ*কদের ফাঁ*সি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস পরীক্ষা বয়কট চলতেছে।
৯ মার্চ || টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
0 Comments