চট্টগ্রাম জেলার ১৭নং ওয়ার্ড দেওয়ানবাজার বগারবিল এলাকার (নিরাপদ হাউজিং সোসাইটি ২) একজন সুপরিচিত শ্রদ্ধেয় আলহাজ্ব খুইল্লা মিয়ার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন তার নিজ সন্তান ও পরিবারের মানুষজন....... পাঁচ ওয়াক্ত নামায পড়া মানুষটা ১০/১৫ দিন ধরে মসজিদে ও এলাকায় দেখতে না পেয়ে তার খোঁজ নিতে যাওয়া হলে বিগত ৪/৫ দিন ধরে তারা নানান কথা নানান অযুহাত দিয়ে বাসায় প্রবেশ করতে বাধা দেয়।
পরে ৮/০৩/২০২৫ শনিবার সন্দেহজনক ভাবে বাসায় যখন আবার উনার খোঁজ নিতে যাওয়া হয় তখন এমন দৃশ্য চোখে ধরা পড়লো যা আসলে সহ্য করার মতো না।
জায়গা-সম্পত্তি কতো বড় জিনিস। এতো কষ্ট করে এতো বছর ধরে জানোয়ার সন্তান গুলোরে মানুষ করতে চেয়েছিলেন তিনি।
এটাই তার সবচেয়ে বড় ভুল ছিলো।
হে আল্লাহ মানুষকে বোজার তাওফিক দান করুন। দিন দিন কি হইতেছে এই দুনিয়ায়।
নিজের সন্তান কেমনে এমন পশু হতে পারে?
#banglanewsbd18
0 Comments